কালো এলাচের উপকারিতা-খালি পেটে এলাচ খাওয়ার উপকারিতা
  আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি সবার কাছে খুব পরিচিত।
  আজকের বিষয়টি হচ্ছে এলাচ নিয়ে। এলাচ নামটি হয়তো সবাই শুনেছেন। এলাচ মসলা
  হিসেবে বেশি পরিচিত। কিন্তু এর গুনাগুন সম্পর্কে অনেকের ধারণা নেই। এলাচ অনেক
  পুষ্টিগুনে ভরপুর একটি উপাদান।
  কিন্তু আমরা যেহেতু এলাচ খেয়ে থাকি, সেহেতু এর গুনাগুন বা উপকারিতা সম্পর্কে
  জানা অত্যন্ত প্রয়োজন। এটি খালি পেটে খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়। তাই
  চলুন জেনে নিই খালি পেটে এলাচ খাওয়ার উপকারিতা কতটুকু রয়েছে এবং এলাচ অতিরিক্ত
  খেলে কি ক্ষতি হতে পারে ইত্যাদি সম্পর্কে।
পেজ সূচিপত্রঃকালো এলাচের উপকারিতা-খালি পেটে এলাচ খাওয়ার উপকারিতা
ভূমিকা
  এলাচ মসলা হিসেবে আমরা রান্নায় ব্যবহার করে থাকি। এলাচ সাধারণত প্রত্যেকের
  রান্নাঘরে দেখতে পাওয়া যায়। এটি যেমন খাবারের স্বাদ বৃদ্ধি করে, তেমনি অনেক
  রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। অনেকে দেখা যায় চায়ের সাথে এলাচ ব্যবহার
  করতে। এলাচে অনেক পুষ্টিগুণ রয়েছে যেমন: ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন
  সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, থিয়ামিন ইত্যাদি। এছাড়াও আরো অনেক উপাদান রয়েছে
  এই এলাচে। যেগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই আজকে এলাচ সম্পর্কে সকল
  বিস্তারিত তথ্য আলোচনা করা হবে। এই সকল তথ্য জানার জন্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত
  থাকুন এবং মনোযোগ সহকারে নিচের আর্টিকেলটি পড়ুন।
এলাচ খাওয়ার উপকারিতা ও অপকারিতা
  এলাচ আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমাদের জানা নেই।
  কিন্তু আমরা যেহেতু এলাচ খেয়ে থাকি, সেহেতু এর উপকারিতা এবং অপকারিতা উভয়ই জানা
  অত্যন্ত প্রয়োজন। তাই চলুন জেনে নিই এলাচ খেলে কি কি উপকার পাওয়া যায় এবং কি
  ক্ষতি হতে পারে ইত্যাদি সম্পর্কে।
  এলাচ খাওয়ার উপকারিতা সমূহ নিম্নরূপঃ
- প্রথমত এলাচ আপনার হজম শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান।
- ক্যান্সার প্রতিরোধে অনেক কার্যকরী।
- অনেক সময় দেখা যায় পেশিতে টান লাগে। এই সমস্যা থেকে সমাধান দেয় এই এলাচ।
- হাঁপানি রোগের ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়।
- হৃদরোগের ঝুঁকি কমাতে এলাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- দেহের বিষাক্ত টক্সিন গুলো বের করতে সাহায্য করে।
আরও পড়ুনঃ শুটকি মাছের উপকারিতা ও অপকারিতা
  
- এলাচ মুখের দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকরী।
- এলাচে ভিটামিন সি থাকায় এটি ত্বকের ক্ষেত্রে অনেক উপকারী।
- এলাচের একটি বিশেষ গুণ হচ্ছে, যৌন চাহিদা বাড়াতে বিশেষ কার্যকরী।
- এলাচ খেলে চুল পড়া বন্ধ সহ চুলের গোড়া অনেক শক্তিশালী হয়ে ওঠে।
- সর্দি কাশি নিরাময়ে এলাচ খুব ভালো ফলাফল দেয়।
  এবার আমরা জেনে নিব এলাচ খাওয়ার অপকারিতা কি।
- এলাচের প্রতি যদি এলার্জি থাকে তাহলে এলাচ খাওয়া থেকে বিরত থাকুন।
- পিত্তথলিতে পাথর থাকলে এলাচ খাওয়া মোটেই উচিত হবে না।
- যারা নিয়মিত ওষুধ সেবন করে থাকেন তারা এলাচ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- গর্ভাবস্থায় এলাচ খাওয়া থেকে বিরত থাকুন। কারণ গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
  তাহলে আমরা এলাচ খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানলাম। এলাচ খেলে কি
  উপকার পাওয়া যাবে এবং এলাচ খেলে কি কি ক্ষতি হতে পারে এ সম্পর্কে বিস্তারিত
  জানলাম। এলাচ খাওয়ার সময় অবশ্যই এ বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।
খালি পেটে এলাচ খাওয়ার উপকারিতা
  আমরা সাধারণত এলাচ রান্নার কাজে ব্যবহার করে থাকি। অর্থাৎ এটি তরকারির সাথে
  ব্যবহার করি। কিন্তু এই এলাচ রান্না করে ছাড়াও খালি পেটে খেলে অনেক উপকার পাওয়া
  যায়। তাই এবারে আমরা জানবো খালি পেটে এলাচ খাওয়ার উপকারিতা গুলো কি কি রয়েছে।
- গ্যাস্ট্রিকের সমস্যা প্রায় ব্যক্তির রয়েছে। এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে এলাচ খুবই কার্যকরী একটি উপাদান।
- হঠাৎ করে যদি হেঁচকির সমস্যা দেখা দেয়, তাহলে এলাচ খেলে হেঁচকি প্রতিরোধ হয়।
- মুখের দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এলাচ গুরুত্বপূর্ণ একটি উপাদান।
- গরম পানির সাথে এলাচ এবং মধু মিশিয়ে খেলে মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও চায়ের সাথে এলাচ খেলে উপকার পাওয়া যায়।
আরও পড়ুনঃ কামরাঙ্গার আচারের উপকারিতা
  
- এলাচ খেলে কোষ্ঠকাঠিন্যের মতো রোগ থেকে উপশম পাওয়া যায়।
- এলাচ পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খালি পেটে খেলে বয়সের ছাপ দূর হয় এবং ত্বক অনেক সতেজ হয়ে ওঠে।
- শ্বাসকষ্ট দূর করতে এলাচ খুবই কার্যকরী ভূমিকা রাখে।
  সুতরাং উপরোক্ত উপকারিতা গুলো ছাড়াও খালি পেটে এলাচ খাওয়ার উপকারিতা আরো
  রয়েছে। তাই বলা যায় এলাচ খাবার উপকারিতার শেষ নেই।
এলাচ চিবিয়ে খাওয়ার উপকারিতা
  প্রিয় পাঠক এ পর্যায়ে আমরা জেনে নিব এলাচ চিবিয়ে খেলে কি কি উপকার পাওয়া
  যায়। এলাচ চিবিয়ে খেলে অনেক সমস্যা সমাধান হয়।
- এলাচ চিবিয়ে খাওয়ার ফলে যেমন গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হয় তেমনি অ্যাসিডিটি নিরাময়ে খুবই কার্যকর এই এলাচ।
- রক্তচাপের মাত্রা স্বাভাবিক রাখতে এলাচ খেতে পারেন।
- রক্ত সঞ্চালনে এলাচ সাহায্য করে থাকে।
- এলাচে যেহেতু এন্টিঅক্সিডেন্ট রয়েছে সেহেতু এটি সর্দি কাশি নিরাময় খুবই উপকারী।
- বদহজমসহ পেটের অন্যান্য সমস্যা দূর করে এই এলাচ।
  উপরোক্ত উপকারিতা গুলো ছাড়াও এলাচ চিবিয়ে খাওয়ার ফলে বিভিন্ন ধরনের উপকার
  পাওয়া যায় যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
  আরও পড়ুনঃ ধনে পাতার উপকারিতা ও অপকারিতা
কালো এলাচের উপকারিতা
  কালো এলাচ খাওয়ার উপকারিতাও অনেক রয়েছে। কালো এলাচে কি কি উপকার রয়েছে চলুন
  আমরা সেটা জেনে নিই।
- মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে কালো এলাচ বেটে নিয়ে কপালে ব্যবহার করতে হবে।
- দাঁতের ব্যথায় এলাচ এবং লবঙ্গ গুঁড়া ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়
- হজমশক্তি বাড়াতে কালো এলাচ খুবই কার্যকরী।
আরও পড়ুনঃ নাশপাতি ফলের অপকারিতা
  
- যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা কালো এলাচ খেতে পারেন।
- পিত্ত প্রশমিত করতে সাহায্য করে কালো এলাচ।
- কালো এলাচের গুঁড়া খেলে আমাশয় ভালো হয়।
  সুতরাং বলা যাই, অন্যান্য এলাচের মত কালো এলাচের উপকারিতা অনেক। কালো এলাচ
  রান্নার পাশাপাশি বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
বড় এলাচের উপকারিতা
  প্রিয় পাঠক এবার এ পর্যায়ে বা এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন বড় এলাচের
  উপকারিতা সম্পর্কে। বড় এলাচ অনেক পুষ্টিগুণে ভরপুর যা শরীরের জন্য অত্যন্ত
  প্রয়োজনীয়। এটি ত্বক থেকে শুরু করে বিভিন্ন রোগেও ব্যবহৃত হয়ে থাকে। অনেক সময়
  গলায় ব্যথা হয়। এই ব্যথা নিরাময়ে এলাচ ব্যবহার করতে পারেন। প্রস্রাবের
  জ্বালাপোড়া নিরাময়ে বড় এলাচ খুবই উপকারী। 
  যেহেতু এলাচ হজম শক্তি বৃদ্ধি করে, সেহেতু ক্ষুধা বাড়িয়ে দিতে সাহায্য করে।
  এলাচ যৌন চাহিদা বৃদ্ধিতে খুবই উপকারী একটি উপাদান। সুতরাং আমরা বড় এলাচ খাওয়ার
  ফলে এই উপকার গুলো পেয়ে থাকি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায় এই
  বড় এলাচে।
এলাচ খেলে কি ক্ষতি হয়
  এলাচ খাওয়ার ফলে কি কি ক্ষতি হতে পারে এ সম্পর্কে আমরা উপরের আলোচনায় জেনেছি।
  অতিরিক্ত খেয়ে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এছাড়াও ডায়রিয়ার সমস্যা
  দেখা দেয় এবং বদহজম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এলাচ খাওয়ার সময় এই সকল
  ক্ষতিকর দিকগুলো বিবেচনা করে এলাচ খেতে হবে।
এলাচ খাওয়ার সঠিক নিয়ম
  এলাচ কিভাবে এবং কি পরিমান খেতে হবে এটা আমরা অনেকেই জানিনা। তাই এই আলোচনায়
  এলাচ খাওয়ার সঠিক নিয়ম কি তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন। আসলে এলাচ বিভিন্ন
  রোগের ওষুধ হিসেবে অধিক কার্যকরী । হাঁপানি সহ ফুসফুস, জ্বর, কাশি ইত্যাদি
  ক্ষেত্রে খুবই উপকারী এই এলাচ। দুবেলা খেতে পারেন এই এলাচ। 
আরও পড়ুনঃ ঘি খাওয়ার নিয়ম 
  এক্ষেত্রে দুটি এলাচ মুখে নিয়ে আস্তে আস্তে চিবাতে হবে। এলাচ গুড়া দুধের সাথেও
  খেতে পারেন। এছাড়াও পানির মধ্যে কিছু এলাচ দিয়ে গরম করে নিতে হবে। তারপর সেই
  পানি খেলে অনেক উপকার পাওয়া যায়। যদি এলাচ সঠিক নিয়মে খেতে পারেন তাহলে অবশ্যই
  এর উপকার পাবেন।
রাতে এলাচ খাওয়ার উপকারিতা
  আমরা যে কোন উপায়ে এলাচ খাই না কেন, এর উপকারিতা সর্বক্ষেত্রে রয়েছে। আর এর যে
  পুষ্টিগুণ রয়েছে সেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে রাতে
  এলাচ খেলে অন্য রকম উপকার পাওয়া যায়। যেমন যদি ঘুমের সমস্যা হয় তাহলে সেই
  সমস্যা সমাধানে এলাচ খুবই উপকারী। এলাচ খাওয়ার ফলে শুক্রাণুর সংখ্যা বাড়ার সাথে
  সাথে যৌন ক্ষমতা বেড়ে যায়। তবে এই এলাচ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ
  অনুযায়ী খাবেন।
শেষ কথা
  অবশেষে, এলাচ অনেক পুষ্টিগুনে ভরপুর থাকায় আমাদের শরীরের পুষ্টিগুণ মেটাতে
  সাহায্য করে। অর্থাৎ এলাচের উপকারিতা বলে শেষ করার নয়। এই আর্টিকেলে আমরা জানতে
  পারলাম, খালি পেটে এলাচ খাওয়ার উপকারিতা কি এবং খেলে কি কি ক্ষতি হতে পারে
  ইত্যাদি সম্পর্কে। এছাড়া আরো জানতে পারলাম এলাচ কখন খাওয়া উচিত এবং কি পরিমাণ
  খাওয়া উচিত।
  তাই এই আর্টিকেলটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে দিন এবং নতুন
  নতুন তথ্য পেতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে
  অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।
 

 
 
 
 
